মো. মফিজুর রহমান খান বাবু ॥ জনপ্রিয় সাংবাদিক নেতা আলতাফ মাহমুদ আর নেই। আজ সকাল ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ….. রাজিউন)।
এর আগে রাতেই আলতাফ মাহমুদের অবস্থা ভীষণ সংকটাপন্ন বলে জানানো হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
রোববার (২৪ জানুয়ারি) সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিলেন। তিনি জানান, আলতাফ মাহমুদের অবস্থা খুবই সংকটাপন্ন। তার চিকিৎসকসহ সবাই এখন নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) আছি।
ওই মুহূর্তে হাসপাতালে অবস্থান করছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুক। তিনি জানান, আলতাফ মাহমুদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। এ লাইফ সাপোর্ট রাত সাড়ে ৩টার দিকে দেওয়া হয় বলে জানান আলতাফ মাহমুদের শ্যালক মাসুদ।
এর কিছুক্ষন পরই তার মৃত্যুর খবর আসে। ২১ জানুয়ারি সকালে তার স্পাইনাল কডের (মেরুদণ্ডের হাড়) অপারেশন করা হয়। অপারেশনের পরপরই আইসিইউতে নেওয়া হয় আলতাফ মাহমুদকে। পোস্ট অপারেটিভ জটিলতায় তিনি ইন্তেকাল করেন।
হাসপাতালে সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুলও আলতাফ মাহমুদের মৃৃত্যুর খবর সাংবাদিকদের জানান।
তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সকল মহল গভীর শোক প্রকাশ করেছেন।
গত ১৪ জানুয়ারি স্পাইনাল কডের সমস্যা, মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদ।
প্রধানমন্ত্রীর শোক
আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, মৃত্যুর খবর পাওয়ার পর গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।