বিডি মেট্রোনিউজ॥ রোববার খেলোয়াড়দের ভিত্তিমূল্য প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। সেখানে বাংলাদেশের আর কেউ না থাকলেও আছেন বিস্ময় বালক মুস্তাফিজ। তারকা এই বোলারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যা ৫৮ লাখ ২৬ হাজার ৩৬৭ টাকা। এখন দেখার বিষয় ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত আইপিএলের নিলামে দল পান কিনা মুস্তাফিজ।
কার কত ভিত্তিমূল্য:
২ কোটি রুপি : যুবরাজ সিং, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন, ইশান্ত শর্মা, মিচেল মার্শ, আশিস নেহরা, দিনেশ কার্তিক, স্টুয়ার্ট বিনি, সঞ্জু স্যামসন ও ধাওয়াল কুলকারনি।
১.৫ কোটি রুপি : ডেল স্টেইন, মোহিত শর্মা ও জস বাটলার।
১ কোটি রুপি : ইরফান পাঠান ও টিম সাউদি।
৫০ লাখ রুপি : মুস্তাফিজুর রহমান, মার্টিন গাপটিল, জ্যাসন হোল্ডার ও বারিন্দের স্রান।
আগামী ৮ এপ্রিল মাঠে গড়াবে আইপিএলের আসর।