বিডি মেট্রোনিউজ॥ মাঘের প্রথম সপ্তাহের বৃষ্টির পর শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় অনেকটা জবুথবু দেশের বিস্তীর্ণ অঞ্চল। তবে এ বছরের মতো শীতের দাপট শেষ হতে চলেছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ থাকতে পারে আর মাত্র এক দিন; তারপর কমে আসবে কনকনে শীতও।
গত কয়েকদিন শৈত্যপ্রবাহের পাশাপাশি ঘন কুয়াশায় যান চলাচলে বিঘ্নিত হয়েছে; অনেক এলাকায় শিশু ও বয়স্করা আক্রান্ত হয়েছে ঠাণ্ডাজনিত রোগে।দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করায় এই পরিস্থিতির উন্নতি ঘটবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা রুহুল কুদ্দুস।
তিনি বলেন, “শৈত্যপ্রবাহ আরও একদিন অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে কনকনে শীত কমে আসবে। এ শীত কেটে গেলে চলতি মৌসুমে আর শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা নেই।”
দু’দিন ধরে দেশের অধিকাংশ এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস কর্মকর্তা কুদ্দুস বলেন, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ ও সীতাকুণ্ড অঞ্চলসহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে।
“সোমবার পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আর কমার শঙ্কা নেই। দিন ও রাতের তাপমাত্রা বাড়ছে। মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
তিনি জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। সোমবারও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।