কাজলকে বিয়ের আগে অজয়ের শর্ত

বিডি মেট্রোনিউজ ডেস্ক  সুখী দম্পতি। তাঁদের কখনও ঝগড়া হয় না। কিন্তু তাঁরা নাকি বিয়ে করেছিলেন শর্ত দিয়ে! তাঁরা কারা জানেন? বলিউডের প্রথম সারির কাপল কাজল এবং অজয় দেবগণ। বিয়ে করার জন্য অজয়কে কাজলের দেওয়া একটি শর্ত মানতে হয়েছিল। এত বছর পরে সেই রহস্য ফাঁস করলেন খোদ কাজল।

সেই শর্তটি কী‌ জানেন? জয়পুরের সাহিত্য উত্সবের মঞ্চ থেকে হাসতে হাসতে কাজল জানালেন, ‘‘অজয় যখন আমাকে প্রোপোজ করে আমি শর্ত দিয়েছিলাম, বাড়িতে আমাকে একটা লাইব্রেরি তৈরি করে দিতে হবে। তবেই বিয়ে করব। ও আমার কথা রেখেছিল। আর সেটাই ছিল আমার হনিমুন গিফট।’’

এ দিন কাজল আরও জানান, তাঁদের বাড়িতে সবসময়ই পড়াশোনার পরিবেশ ছিল। নায়িকার কথায়, ‘‘আমার মায়ের হাতে সব সময় বই থাকে। এমনকী খেতে খেতেও মা পড়ে।’’ বাড়ির পরিবেশই তাঁকেও পড়ুয়া করে তুলেছে।

Print Friendly, PDF & Email

Related Posts