লালমোহন ফাউন্ডেশনের উৎসব মূখর আনন্দভোজন

জাফর আহমদ নোমান  বঙ্গবন্ধু সাফারী পার্কে দলবেঁধে ঘুরে,আড্ডা দিয়ে মাঘের হিম শীতল সকাল থেকে সূর্য ডুবা পর্যন্ত আনন্দ উৎসবে মেতে ছিলেন লালমোহন ফাউন্ডেশনের সদস্য ও তাদের পরিবার ।

গত ২২ জানুয়ারী শুক্রবার গাজীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পার্কে আনন্দভোজনের অন্যতম উদ্যেক্তা ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন এমপি ও তার সহধর্মিনী ফারজানা চৌধুরী রতনা আনন্দ পিপাষুদের সাথে আনন্দ ভাগাভাগি করেন।

lal+2
আলহাজ্ব নূরন্নবী চৌধুরী শাওন এমপির সহধর্মিনী ফারজানা চৌধুরী রতনা, বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নোমান হাওলাদার ও তার স্ত্রী

রাজধানী ঢাকায় কর্মরত,অধ্যায়নরত লালমোহন এলাকার পেশাজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী ফাউন্ডেশনের সদস্যদের পরিবারের মিলনমেলায় সাফারী পার্ক হয়ে ওঠে উৎসবমূখর আনন্দভোজন।

আনন্দপ্রিয় সদস্যদের নিয়ে ফাউন্ডেশনের শুভাকাঙ্খী ও লালমোহন-তজুমদ্দিন এলাকার মাটি মানুষের শান্তির দূত এমপি শাওন আনন্দভোজনের বেশিরভাগ সময় বঙ্গবন্ধু সাফারী পার্কের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পার্কের ভিতর ঘুরে বেড়ান এবং মজার আড্ডায় মেতে উঠেন।

অপরদিকে লালমোহন উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী ফারজানা চৌধুরী রতনা সংগঠনের নেত্রীদের সহ পার্ক অডিটরিয়াম প্রাঙ্গনে হাসিমাখা মূখ নিয়ে ফাউন্ডেশনের সদস্য পরিবারদের আপন করে বৈচিত্রময় আড্ডায় মেতে ছিলেন।

আনন্দভোজনের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের সভাপতি আব্দুল মজিদ ও সম্পাদক নাজিমউদ্দিনের সঞ্চালনায় র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন লালমোহন ফাউন্ডেশনের আরেক শুভাকাঙ্খী বিবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নোমান হাওলাদার ও তার স্ত্রী।

গাজীপুরের বিশাল জায়গা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য আর দেশ-বিদেশের দুর্লভ প্রজাতির পশু-পাখি ভরা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারী পার্কে প্রতিদিন দেশ-বিদেশের অসংখ্য ভ্রমন পিপাষুরা আনন্দ উপভোগ করেন।

Print Friendly, PDF & Email

Related Posts