সানিয়া ও মার্টিনা অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে

বিডি মেট্রোনিউজ ডেস্ক স্বপ্নের দৌড় অব্যাহত সানিয়া-মার্টিনার৷ স্ট্রেট সেটে জিতে মহিলা ডাবলসের শেষ আটে উঠলেন তাঁরা৷ শেষ ষোলোর লড়াইতে সহজেই হারালেন শ্বেতলানা কুজনেৎসোভা ও রবার্তা ভিঞ্চির জুটিকে৷ খেলার ফল সানিয়াদের পক্ষে ৬-১, ৬-৩৷

সোমবার মেলবোর্নে মাত্র এক ঘণ্টা ২১ মিনিটের লড়াইয়ে ম্যাচটি জিতে নেন বিশ্বের এক নম্বর জুটি৷ দুরন্ত সার্ভিস ও উইনারে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ইন্দো-সুইস জুটি৷

এই জয়ের ফলে টানা ৩৩টি ম্যাচে জয় পেলেন সানিয়া-মার্টিনা৷ গত সপ্তাহেই সিডনিতে এপিয়া ইন্টারন্যাশানালে টানা ২৯তম ম্যাচ জিতে বিশ্বরেকর্ড গড়ে বিশ্বের নম্বর ওয়ান মহিলা জুটি৷ সিডনিতে জিতে নতুন বছরে ইতিমধ্যেই দু’টি খেতাব জিতে নেন সানিয়া-মার্টিনা৷

গত বছর মার্চে শুরু হওয়া সানিয়া-মার্টিনা জুটির দৌড় অব্যাহত৷ এক বছরের কম ব্যবধানে ১১টি খেতাব ঘরে তুলেছে এই জুটি৷ অস্ট্রেলিয়ান ওপেন আবার প্রিয় সার্কিট মার্টিনার৷ এখানে সাতটি খেতাব রয়েছে সুইস তারকার৷ তিনটি সিঙ্গলস ও চারটি ডাবলস খেতাব৷

কোয়ার্টার ফাইনালে তারা টুর্নামেন্টের দ্বাদশ বাছাই আমেরিকান-জার্মান জুটি আনা লিনা গ্রোয়েনেফেল্ড ও কোকো ভ্যান্ডেওয়েঘের মুখোমুখি হবেন৷

Print Friendly, PDF & Email

Related Posts