ভবিষ্যতের কথা তোলা থাক। আপাতত মিরাজের সামনে বিশ্বকাপ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে যেটি শুরু হচ্ছে কাল থেকেই। তাতে মিরাজকে নেতৃত্ব দিতে হবে সামনে থেকেই। দলকে নিয়ে যেতে হবে বহু দূর। ঘরের মাঠে খেলা। প্রত্যাশার চাপ সামলাতে পারবেন তো!
মাত্রই ঘামঝরানো অনুশীলন করে ফিরলেন। তবে চোখেমুখে যেন এতটুকু ক্লান্তি নেই। স্বপ্নময় কিশোর দুই চোখ। ঠিকরে বেরোচ্ছে আত্মবিশ্বাস। বিশ্বকাপের আগ মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই, দুটি প্রীতি ম্যাচেই বড় ব্যবধানে জয়—মিরাজ আত্মবিশ্বাসী হতেই পারেন।
আর এ কারণেই প্রত্যাশার চাপকে বড় করে দেখছেন না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ অধিনায়ক, ‘অন্য কিছুতে মনোযোগ দিচ্ছি না। আমাদের ওপর সে রকম কোনো চাপ নেই। যেহেতু ঘরের মাঠে খেলা। মানুষের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি থাকবে। আর আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সও বলে দিচ্ছে, আমরা ভালো করছি। সবার আশা ও আমাদের প্রতি সমর্থন থাকবে। তবে এতে কোনো চাপ নেই।’