নববধূর আত্মহত্যা!

বিডি মেট্রোনিউজ রাজধানীর দক্ষিণখানে গলায় ফাঁস দিয়ে এক নববধূ আত্মহত্যা করেছে। ওই নববধূর নাম শামীমা আক্তার রোজী (২২)। তার স্বামীর নাম রুবেল। বুধবার ভোর রাতের কোন এক সময় সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

পুলিশ সকালে দক্ষিণখান থানা এলাকার দক্ষিণ মোল্লার টেক এলাকার ৪ নম্বর রোডের সি ব্লকের ৫০ নম্বর ধানসিড়ি নামক বাসা থেকে তার লাশ উদ্ধার করে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

শামীমা আক্তার রোজী’র বড় বোন নিলুফা জানান, তিনি ক্ষিণ মোল্লার টেক এলাকার ৪ নম্বর রোডের সি ব্লকের ৫০ নম্বর ধানসিড়ি নামক বাসায় ভাড়া থাকেন। ছয় মাস আগে রোজীর বিয়ে হয়। এখনো তাকে উঠিয়ে দেয়া হয়নি। তাই প্রায়ই রোজি তার বাসায় থাকতেন। বেশ কিছু দিন ধরে রোজী তার বাসায় রয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে পাশের রুমে থাকা রোজীকে ডাকাডাকির পর কোন আওয়াজ না পেয়ে পুলিশে খবর দেই। পরে পুলিশে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তিনি জানান, তাদের গ্রামের বাড়ি বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার জালালপুরে। রোজীর স্বামী উত্তর বাড্ডায় ভাড়া বাসায় থাকেন। চাকরি করেন গাজীপুরে।
Print Friendly, PDF & Email

Related Posts