জয়া এখন খাঁচায় গৃহবন্দি। এ বার ‘খাঁচা’য় বন্দি হবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান। অবশ্য বন্দি না মুক্তি সে বিচারের ভার দর্শকদের হাতে। কারণ হাসান আজিজুল হকের গল্প ‘খাঁচা’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবি। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করছেন জয়া। তাঁর চরিত্রের নাম সরোজিনী।
দেশভাগের পর ১৯৪৮ সালে সাধারণ একটি ব্রাহ্মণ পরিবারের অসময়ে শক্ত হাতে হাল ধরেন সেই পরিবারের গৃহবধূ সরোজিনী। আকরম খানের পরিচালনায় ছবির ৯০ শতাংশ কাজ প্রায় শেষ। ফেব্রুয়ারির প্রথমে নড়াইলে ছবিটির বাকি অংশের শুটিং হবে। ‘খাঁচায়’ দুটি গান থাকবে।
বাংলাদেশের পাশাপাশি ভারতেও এখন তুমুল জনপ্রিয় জয়া। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘রাজকাহিনি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ঢলিউডের পাশাপাশি টলিউ়ডের দর্শকরাও এখন জয়ার ছবির অপেক্ষায় থাকেন।