জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলার দৌলতখানে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে মা বকুল বিবি (৫০) খুন হয়েছে।
আজ (৪ মে) শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে উপজেলার চর খলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। বকুল বিবি ওই গ্রামের মৃত কুদ্দুসের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানাযায়, মা বকুল বিবির (৫২) সঙ্গে ছেলে রেজাউল করিমের (৩২) জমিজমা নিয়ে কথা-কাটাকাটি হয়। ঝগড়ার একপর্যায়ে মা ছেলেকে দা দিয়ে কোপ মারে। এতে ক্ষিপ্ত ছেলে মাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। মায়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে, ততক্ষণে মা মারা যান। সবার সামনে ছেলে নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।