বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আয়ারল্যান্ডের ক্রিকেট ইতিহাসের প্রথম টেস্ট। যেন উত্তেজনায় কাঁপছেন আইরিশ ক্রিকেটাররা। তবে সে কাঁপুনিতে বাঁধ সেধেছিল বেরসিক বৃষ্টি। ম্যাচের প্রথম দিনটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। অবশ্য দ্বিতীয় দিনে ঠিকই ১১তম দেশ হিসেবে টেস্টের আঙ্গিনায় পা রেখে ফেলল আয়ারল্যান্ড। আর শুরুর টেস্টেই পাকিস্তানকে কাঁপিয়ে ছাড়ছে আইরিশ বোলাররা।
ডাবলিনের ম্যালাহাইড মাঠে এদিন আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে টসে যান উইলিয়াম পোর্টারফিল্ড। প্রথম টেস্টে কয়েন ভাগ্যও যায় আইরিশদের পক্ষেই। পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে স্বাগতিক বোলারদের সবুজাভ উইকেটের পুরো ফায়দা তুলে নিতে সুযোগ করে দেন পোর্টারফিল্ড।
মাত্র ১৩ রানেই অতিথিদের দুই উইকেট তুলে নিয়ে দলপতির ভরসার প্রতিদান দিতেও ভুলেননি জেমস মারটাঘ ও বয়েড র্যানকিন। এরপর আরও দুই উইকেট শিকার করে আইরিশরা বসেছে চালকের আসনে। টেস্টে আইরিশদের হয়ে ২২ গজে প্রথম বলটা ছোঁড়া মারটাঘ নিয়েছেন দুই উইকেট।
দ্রুত দুই উইকেট হারান পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেছিলেন হারিস সোহেল ও আসাদ শফিক। দুজনের ৫৮ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামলে উঠলেও হারিসের ফিরে যাওয়ার কিছুক্ষণ পর বাবর আজম ফিরে গেলে চাপটা আবারও চেপে বসে পাকিস্তানের ঘাড়েই।
আপাতত অর্ধশতক হাঁকিয়ে ৫০ রানে অপরাজিত থাকা আসাদই এগিয়ে নিয়ে যাচ্ছেন পাকিস্তানকে। ১৯ রান নিয়ে আরেকপাশ আগলে আছেন অধিনায়ক সরফরাজ আহমেদ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ চার উইকেট হারিয়ে ১৫০ রান।