বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আপনার আজকের রাশিফল : ১৪ মে ২০১৮
মেষ:
আপনার আজকের দিনটা শুভ৷ হাঁটুর জয়েন্টের ব্যথায় কষ্ট পেতে পারেন৷ ঘরে কোন ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে৷ মেডিকেল ও পরিবহণ বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিরা আজকে কর্মে সাফল্য পাবেন৷ বিদ্যার্থীরা মন শান্ত রাখার চেষ্টা করুন৷ আজ আপনি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং অন্যের মন ও জয় করতে পারবেন৷ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে দেখুন৷ আপনাকে আজ অনেকেই ভাবতে পারে যে আপনি ভীষণ জেদি, একগুঁয়ে এবং বিভ্রান্ত৷ অবশ্য আপনি নিজেও জানেন যে আপনার এই বৈশিষ্ট্যগুলো কিছুটা আছে৷ আপনি আজ কিছুটা বিভ্রান্ত থাকবেন৷ দুরকম সিদ্ধান্তের মধ্যে কোনটি সঠিক তা বিচার করতে আপনি দ্বিধায় পড়ে থাকবেন৷ বাস্তবের কথা মাথায় রেখে চিন্তা করুন৷ স্বপ্ন থেকে বাড়িয়ে আসুন৷ তবে আজ নতুন কোন যোগাযোগ হতে পারে৷
বৃষ:
আপনার আজকের দিনটা শুভ৷ বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন৷ আজকে কোন সিদ্ধান্ত নেবেন না৷ শিপিং ও সেলস ম্যানেদের আজকে উন্নতির সম্ভাবনা আছে৷ স্টুডেন্টরা পরিশ্রমের ফল পাবেন৷নিজের ওপর বিশ্বাস রাখুন৷ অন্যের হস্তক্ষেপকে আজ প্রাধান্য দিন৷ অদৃশ্য কোন শক্তি আজ আপনাকে চালিত করতে পারে৷ আজ কিছু সাফল্য আপনাকে উৎসাহিত করবে৷ তবে আজ আপনার মন এবং মস্তিষ্ক ভিন্ন কথা বলবে৷ দিনের শেষে আপনার মনোবল দুর্বল হলে তাতে চিন্তার কিছু নেই৷ কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নিজের ওপর বলপ্রয়োগ না করাই আজ ভালো আপনার ক্ষেত্রে৷
মিথুন:
আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত৷ কোমরে বা পিঠে ব্যথা হতে পারে৷ হিসাবশাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ শুভ ফল পাবেন৷ রেল ও হাসপাতালের কর্মীরা সফলতা পাবে৷ কাউকে ভালো লাগলে আজকের দিনে তাকে তা জানাতে পারেন৷ আজকের দিনটা আপনের কড়া শাসনে কাটবে৷ কোন সিদ্ধান্ত নেওয়াত ক্ষেত্রে কেউ জোড় করতে পারে৷ তবে সেটা দিয়ে যদি আপনার ভালো হতে পারে বলে মনে করেন তবেই তা মেনে চলুন৷ অথবা নিজেকে তা দিয়ে শুধুমাত্র অনুপ্রাণিত করুন৷ আজ আপনার লক্ষ্য বিকৃতি ঘটতে পারে৷ নিজেকে দিশেহারা না করে যেদিকে ইচ্ছে সেই দিকেই যান৷ আজ আপনার দাবার শেষ দান দেওয়ার দিন৷ অর্থাৎ নিজেকে সেভাবেই তৈরি করুন৷ দ্বন্দ্বে না গিয়ে দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন৷
কর্কট:
আপনার আজকের দিনটা মধ্যম৷ অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা অন্যের বিরক্তির কারণ হতে পারে৷ পরোপকারের কারণে অর্থ ব্যয়ের যোগ আছে৷ প্রেমিকার কাছে আপনার মতামত খুলে বলুন৷ ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করুন৷ সঙ্গীকে যেকোনো বিষয়ে সহায়তা করুন৷ বন্ধুদের জ্ঞানকে উপেক্ষা করুন৷ আজ আপনি চরম মানসিক বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন৷ নিজের মধ্যে বিতর্ক বাসা বাঁধতে পারে৷ নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ৷ বাস্তবে বিশ্বাস করবেন নাকি কল্পনায় বিশ্বাস করবেন? তা নিয়েও বিভ্রান্ত থাকবেন৷ অন্যের থেকে সাহায্য নিলে সেটাও আপনাকে বিভ্রান্ত করবে৷ পুরোপুরিভাবে কোন কিছুই বিশ্বাস করতে পারবেন না৷ তাই অন্যের মতামত নিয়ে সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিন প্রথমে৷ তারপর সময় অনুযায়ী কাজ করুন৷
সিংহ:
আপনার আজকের দিনটা মধ্যম৷ গলার ব্যথায় কষ্ট পাবেন৷ কর্মস্থলে ভালো ব্যক্তি হিসেবে সুনাম হবে ৷ ফটোগ্রাফির স্টুডেন্টরা সফলতা পাবেন৷ বন্ধুদের সহযোগিতা করুন৷ সমতা বজায় রেখে চলাটা আজ আপনার কাছে চ্যালেঞ্জ৷ একটা দ্বন্দ্ব বেড়েই চলছে আপনার জীবনে, যার সমাধান সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না৷ ঠিকাছে, ওই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাতে হবেনা৷ সমাধান সূত্র ঠিক সময়ে বেড়িয়ে আসবে৷ কোন জটিল পরিস্থিতি নিয়ে বেশি মাতামাতি করতে তাতে জট পড়তে পারে তাতে৷ আর সেই জট ছাড়ানো আরও কঠিন হয়ে যাবে৷ নতুন কোন সুযোগ আসতে চলেছে৷
কন্যা:
আপনার আজকের দিনটা মধ্যম৷ মানসিক অবসাদ কাটিয়ে উঠু৷ কোন সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করুন নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটান৷ আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে একটা টেনশন তৈরি হতে পারে৷তবে আজ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে৷ হাতে যেসব সিদ্ধান্ত রয়েছে সেগুলো নেওয়ার সময় নাহয় আপনি খুব কল্পনাপ্রবণ হয়ে পড়বেন না হয় অতিরিক্ত বাস্তবিক হয়ে পড়বেন, যার কোনটাই কাম্য নয়৷ ভীষণ গুরুত্বপূর্ণ হল নিজের সীমাটা ভালোভাবে বুঝে নেওয়া৷ সব থেকে কঠিন বিষয় হল এমন মানুষ খুঁজে পাওয়া বা এমন পরিস্থিতি খুঁজে পাওয়া যা আপনার সঙ্গে সম্মত হতে পারে৷ নাহলে আপনাকে আপস করতে হতে পারে৷
তুলা:
আপনার আজকের দিনটা শুভঅশুভ মিশ্রিত৷ ঘাড়ের ব্যথায় সমস্যা পেতে পারেন৷ কোন নতুন পরিকল্পনা নেবেন না৷ কর্ম ক্ষেত্রে ছোট কোন শত্রুতা থেকে ঝগড়া হতে পারে৷ চিকিৎসকরা কর্মে সাফল্য পাবেন৷ যাদের ওপর ভরসা করতে পারেন তাদের সাথেই সময় কাটান৷ কোন অপ্রত্যাশিত বাধা আসতে পারে আজ৷ আপনার কাল্পনিক স্বভাব বাস্তবের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে৷ যা আপনাকে কাজ করতে বাধা দিতে পারে৷ আপনার আবেগ আপনার কাজে বাধা দিতে পারে৷ তবে আবেগকে উপলক্ষে করবেন না আবার প্রশ্রয়ও দেবেননে৷ নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখুন৷
বৃশ্চিক:
আপনার আজকের দিনটা শুভাশুভ মিশ্রিত৷ আপনার মিষ্টি বাক্য দ্বারা সবার মন জয় করুন৷ ব্যবসায় বিনিয়োগ করতে পারেন৷ আই টি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পাবেন৷ নিজের থেকে একটু বেড়িয়ে বহির্বিশ্বকে এবার একটু দেখুন৷ বাইরে আপনার জন্য এনেছ কিছু অপেক্ষা করে আছে৷ গুরুজনদের মতামতকে মনোযোগ দিয়ে শুনুন৷ পুরোন সম্পর্ক আপনের মধ্যে চেপে বসে আছে৷ তা যদি আপনাকে বিব্রত করে, তবে তার থেকে বেড়িয়ে আসুন৷ বন্ধুদের সাথে সময় অতিবাহিত করুন৷ সুযোগ থাকলে তাদের সঙ্গে বাইরে কোথাও বাড়িয়ে আসুন৷ মন খুলে কথা বলুন৷ আলোচনায় অংশগ্রহণ করুন৷ নিজেকে সামাজিক করে তুলুন৷ তাতে আপনারই ভালো লাগবে৷ এগিয়ে যেতে সহায়তা করবে আপনাকে৷ তবে কেউ আপনাকে পিছনে টানছে বলে আজ আপনার মনে হতে পারে৷
ধনু:
আপনার আজকের দিনটা মধ্যম৷ সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন৷ বিবাহিত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে৷ রাজনীতি জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন৷ ব্যবসায়ে বিনিয়োগ করবেন না৷ আজকের সমস্ত সংবাদে মননিবেশ করুন৷ শুধুমাত্র যেসব সংবাদ সহজেই দৃষ্টিতে আসে সেগুলোই নয়, সবরকম সংবাদই গ্রহণ করার চেষ্টা করুন৷ তাতে আপনার অনেক সুবিধা হতে পারে নিজের কাজের ক্ষেত্রে৷ আজ কিছু সমাজসেবা করুন৷ সমাজের জন্যও আপনার কিছু করার আছে৷ আপনার পরিবারে নতুন কেউ আসতে চলেছে৷
মকর:
আপনার আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে৷ স্পাইনালকর্ডে ব্যথা হতে পারে৷ উচিত কথা বললে সমস্যায় পড়বেন৷ প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে৷ কষ্টসাধ্য কাজ করুন৷ তাতে আপনার সুফল লাভের আশা রয়েছে৷ অতীতের ভুল নিয়ে আক্ষেপ করবেন না৷ পুরাতন সমস্যা সমাধান হতে পারে৷ স্বপ্নকে সত্যি করতে গেলে সেই অনুযায়ী কাজ করুন৷ অন্যকে উৎসাহিত করার মতো গুণ আপনার মধ্যে রয়েছে৷ সেটাকে কাজে লাগান৷
কুম্ভ:
আপনার আজকের দিনটা শুভ৷ মুখের নিম্নভাগে কোন আঘাত লাগতে পারে৷ সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোন সিদ্ধান্ত নেবেন৷ কোন জমি বা বাড়ি ক্রয় করতে হলে তা ১ থেকে ২.৪৫ এর মধ্যে করুন৷ বিদ্যার্থীরা আজ ভালো ফল পাবেন৷ গতকাল যে কাজ খুব সহজে করতে পেরেছিলেন আজ তা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে৷ বর্তমান কোন কাজের জন্য দেওয়ালে মাথা ঠোকার পরিস্থিতি হতে পারে৷ আপনার গতিবেগ আজ একটি ধীর গতির হতে পারে৷ এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন৷ নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন৷
মীন:
আপনার আজকের দিনটা মধ্যম৷ মনের কোন আশা পূরণ হতে পারে৷ কোন মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন৷ প্রাক্তন বান্ধবীর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে৷ স্ত্রীর সঙ্গে ছোট কারণে ঝগড়া হতে পারে৷ গতকালের তুলনায় আজকের দিনটি আপনার খারাপ যাবে৷ তবে এটাই আপনার জন্য ভালো খবর হতে পারে৷ ধৈর্য ধরে রাখুন৷ সব সমস্যার সমাধান হয়ে যাবে৷