প্লে-অফের দৌড়ে টিকে থাকল কোহলিরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ রুদ্ধশ্বাস লড়াইয়ে ১৪ রানে ম্যাচ জিতে নেয় বিরাটবাহিনী৷ ২১৯ রান তাড়া করতে নেমে ২০৪ রানে থেমে যায় হায়দরাবাদের ইনিংস৷

রান তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন সানরাইজার্সের দুই ওপেনার শিখর ধাওয়ান ও অ্যালেক্স হ্যালস৷ কিন্তু পাওয়ার প্লে-এর মধ্যেই ধাওয়ানকে ডাগ-আউটে ফেরত পাঠিয়ে হায়দরাবাদকে প্রথম ধাক্কা দেয় ব্যাঙ্গালোর৷ তবুও ৫.৩ ওভারে পঞ্চাশের গণ্ডি টপকে যায় সানরাইজার্স৷ ২৪ বলে ৩৭ রান করা হ্যালসকে দুরন্ত ক্যাচ ধরে ডাগ-আউটে ফেরান এবিডি৷ কিন্তু তৃতীয় উইকেটে ক্যাপ্টেন উইলিয়ামসন ও মনীশ পাণ্ডে ১৩৫ রান যোগ করলেও জয় অধরা থেকে যাায় সানরাইজার্সের৷ ৪২ বলে পাঁচটি ছয় ও সাতটি বাউন্ডারির সাহায্যে ৮২ রানের দুরন্ত ইনিংস খেলেন উইলিয়ামসন৷ আর পাণ্ডে ৩৮ বলে ৬২ রানে অপরাজিত থেকেও দলকে জেতাতে পারেননি৷ ৬৯ রানের দুরন্ত ইনিংস ও সুপারম্যান ক্যাচ নিয়ে ম্যাচের সেরা এবিডি৷

এর আগে প্লে-অফের দৌড়ে থাকার লড়াইয়ে স্বপ্নের শুরু হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্সের৷ চিন্নাাস্বামীতে ‘ডু অর ডাই’ ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে এবি ডি’ভিলিয়ার্স ও মোয়েন আলির বিধ্বংসী ব্যাটিং বিরাট কোহলিদের বড় রানে পৌঁছে দেয়৷ দু’জনের দুরন্ত হাফ-সেঞ্চুরি ও গ্র্যান্ডহোমের সাইক্লোন ইনিংসে ভর করে হায়দরাবাদের সামনে ২১৯ রানের লক্ষ্য রাখে ব্যাঙ্গালোর৷

এদিন টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্সকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসন৷ শুরুটা ভালো হয়নি ব্যাঙ্গালোরের৷ পার্থিব প্যাটেল ও ক্যাপ্টেন কোহলি মাত্র ৩৮ রান ডাগ-আউটে ফেরায় চাপে পড়ে যায় আরসিবি৷ কিন্তু ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করে চাপমুক্ত হন এবিডি ও মোয়েন৷ দু’জনের ঝোড়ো হাফ-সেঞ্চুরিতে ১২ ওভারে একশোর গণ্ডি টপকায় ব্যাঙ্গালোর৷

চলতি আইপিএলে প্রথমবার চেনা ছন্দে দেখা গেল এবিডি-কে৷ ৩৯ বলে এক ডজন বাউন্ডারি ও একটি ছক্কা-সহ ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এবিডি৷ আর ৩৪ বলে হাফ-ডজন ছক্কা ও চারটি বাউন্ডারির সাহা়্যে ৬৫ রানের ইনিংস খেলেন মোয়েেন আলি৷ তৃতীয় উইকেটে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্সকে বড় রানে পৌঁছে দেন এবিডি ও মোয়েন৷ তার পর গ্র্যান্ডহোমের ১৭ বলে ৪০ এবং সরফরাজ খানের ৮ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে ব্যাঙ্গালোরকে দু’শোর গণ্ডি পার করান৷ ২০ ওভারে ছ’ উইকেটে ২১৮ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স৷

Print Friendly, PDF & Email

Related Posts