বিশ্বকাপে স্পেনের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাশিয়ার বিশ্বকাপে স্পেনের ২৩ সদস্যের দলে জায়গা হয়নি আলভারো মোরাতা, মার্কোস আলোনসো, সার্জিও রবার্তো ও ভিতোলোর।

স্পেনের বিশ্বকাপ চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক : ডেভিড ডি গিয়া, কেপা আরিজাবালাগা ও পেপে রেইনা।

ডিফেন্ডার : দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা, জেরার্ড পিকে, সার্জিও রামোস, নাচো ফার্নান্দেজ, সিজার আজপিলিকুয়েতা, জর্ডি আলবা ও নাচো মনরিয়েল।

মিডফিল্ডার : সার্জিও বুসকেটস, সল নিগুয়েজ, থিয়াগো আলকানতারা, আন্দ্রেস ইনিয়েস্তা, কোকে, ডেভিড সিলভা ও ইসকো।

ফরোয়ার্ড : মার্কো এসেনসিও, লুকাস ভাসকেজ, ডিয়েগো কস্তা, রদ্রিগো মরেনো ও ইয়াগো আসপাস।

Print Friendly, PDF & Email

Related Posts