রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলার মাকরখোলা গ্রামের বিধবা নারীর ৫ম শ্রেণী স্কুল পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জাহিদ নামে একজনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (২৭ মে) সন্ধ্যায় ধর্ষণের চেষ্টাকালে জাহিদ জনতার হাতে আটক হয়। জাহিদ হাতকোড়া চারিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
ভুক্তভোগী জানায়, আমি আমার নিজ বাড়িতে সন্ধ্যায় রান্না ঘরে রান্না করছিলাম একা । আমার মা বাসায় ছিল না। আর সেই সুযোগে জাহিদ আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি জাহিদের হাত থেকে বাঁচতে চিৎকার করি। এ সময় আশ পাশে থাকা এলাকার লোক এসে জাহিদকে আটক করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়,জাহিদকে এলাকাবাসী আটকের পর স্থানীয় মাতাব্বররা রাতভর জাহিদকে আটকে রেখে টাকায় আপোষ মিমাংসার চেষ্টা করে । এ ঘটনা পুলিশ জানতে পেরে মজলিশ থেকে জাহিদকে আটক করে নিয়ে আসে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) রিজাউল হক দিপু জানান,অভিযুক্ত জাহিদকে আটক করা হয়েছে। জাহিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হবে।