ধামরাইয়ে অবৈধ সাত ড্রেজারে আগুন, লক্ষ টাকা জরিমানা

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে চারটি স্থানে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় সর্বমোট সাতটি ড্রেজারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে ও সেই বালু ক্রয়কারীদের ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৩০ মে) বংশী নদীতে দুপুর থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ।

বালু উত্তোলনকারীরা হলেন উপজেলার মাহিষাশী এলাকার বালু দস্যু খালেক, হাসান, আরিফ ও বাস্তা এলাকার এমারত মেম্বার, টেটাইল এলাকার কালাম, আসলাম, বালিয়া এলাকার ইমরান। এরা সবাই এলাকার চিহ্নিত বালু দস্যু। এদের সবার ড্রেজারে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম জানান, আমরা জানতে পারি বংশী নদীতে কিছু কুচক্রী অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে সেই পরিপ্রেক্ষিতে আজ আমার এই অভিযান চালিয়ে সাতটি ড্রেজার স্পটে যেয়ে আগুন দিয়ে পোড়ানো হয়েছে এবং যারা এই বালু ক্রয়কারী মোহাম্মদী গার্ডেন মালিককে ১ লক্ষ আব্দুল আওয়াল কে ৫০ হাজার ও পূর্ন চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email

Related Posts