বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ সেক্স কমেডি মুভি অনেকেরই দারুন পছন্দের। আর এইশ্রেণির দর্শক মোটেই কম নয়।কেবল তাদের জন্য বিশ্বের জনপ্রিয় ও সেরা পাঁচ সেক্স কমেডি সিনেমার বর্ণ-না এখানে তুলে দেওয়া হলো ভিডিওসহ :
হান্ড্রেড গার্লস (২০০০ সাল)– অল্প বয়েসের এক ছেলে লিফটে কারেন্ট অফ হওয়ার সময় দেখা হয় তার স্বপ্নসুন্দরীর। তারপর গল্পে আসা নানা মোচড়। সেক্স, কমেডির ককটেলে এই সিনেমা বেশ হিট করে।
দ্য 40 ইয়ার ওল্ড ভার্জিন (২০০৫ সাল)– স্টিভ ক্যারেলের এই সিনেমায় প্রধান চরিত্র অ্যান্ডির বয়স ৪০ বছর । কিন্তু অবাক করা ব্যাপার সে এখনও ভার্জিন । অনেকবার সুযোগ পেলেও কারো সঙ্গে সেক্স করা হয়ে উঠেনি । একথা তার বন্ধুরা জানলে তার অ্যান্ডিকে এ ব্যাপারে সাহায্য করতে চায় । কিছুদিন পর অ্যান্ডি একজন সিঙ্গেল মাদার ট্রিশের দেখা পায় এবং আস্তে আস্তে তারা একে অপরের প্রেমে পরে যায়। অভিনয়ে আছেন স্টিভ ক্যারেল, ক্যাথরিন কীনার এবং সেথ রোজেন । পরিচালনা করেছেন জুড অ্যাপাটাও।
সেভেনটিন এগেন (২০০৯ সাল)– অসাধারণ কনসেপ্ট। একজন পুরুষ তাঁর জীবন নিয়ে বড় আফশোষ। সে হঠাত্ করে ঘুম থেকে উঠে দেখে তার বয়স অনেক কমে ১৭ হয়ে গেছে। সে এবার তার জীবন বদলাতে শুরু করে।
রোড ট্রিপ (২০০০ সাল)– চার বন্ধু ১৮০০ মাই পাড়ি দেয় এক অবৈধ সেক্স টেপ উদ্ধারে। ভুল করে সেই টেপটি মেল করা হয়ে গিয়েছিল গার্লফ্রেন্ডকে।
আমেরিকান পাই সিরিজ– শালীনতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কিন্তু সফলতার বিচারে নয়। বলা ভাল সেক্স কমেডি জনারের মাইলস্টোন সিনেমা। যেমন মজার, তেমন সেক্সের সুড়সুড়িও আছে। এই সিরিজের আটটি সিনেমায় বক্স অফিসে দারুণ সফল।