জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) ॥ মতলব উত্তরে এবার এক নারী মাদক ব্যবসায়ীকে ১১ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে ওই নারী বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার নাম মোসাঃ খোরশেদা বেগম। উপজেলার দক্ষিণ লুধুয়া গ্রামের আমান উল্লাহ ওরফে আল-আমিন।
পুলিশ সূত্র জানায়, মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক কামাল এবং ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযানে মাদক ব্যবসায়ী খোরশেদা বেগমকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন এসআই গোলাম মোস্তফা, এএসআই শাহাদাত হোসেন, এএসআই নাহিদ হোসেন, নারী পুলিশ খাদিজাসহ সঙ্গীয় ফোর্স।
মতলব উত্তর থানার ওসি মো. আনোয়ারুল হক কামাল জানান, মাদক ব্যবসায়ী খোরশেদা বেগমের দেহ তল্লাশি করে ১১ পিস ইয়াবা বড়ি পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অভিযান অব্যাহত রয়েছে।