গার্মেন্টস শ্রমিকবাহী বাস খাদে, আহত ৫০, আশঙ্কাজনক ১৫

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে একেএইচ গার্মেন্টসের শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫০ জন আহত হয়েছে, এরমধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক ।
মঙ্গলবার (৫ জুন) বিকেল সাড়ে ৫ টার সময় ঢাকা আরিচা মহাসড়কে ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) আলামিন শেখ জানান, একে এইচ গার্মেন্টসের শ্রমিকবাহী বাস ডাউটিয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসের ভিতরে থাকা শ্রমিকরা আহত হয়।
আহতদের পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিস উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও গুরুতর আহতদের সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts