বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের ইতিহাসে একমাত্র ব্যক্তি হিসেবে জাতীয় সংসদে টানা ১০টি বাজেট পেশের রেকর্ড গড়লেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের মাধ্যমে তিনি এই ইতিহাস গড়েন।
এর আগে, ২০০৯ সাল থেকে টানা ৯বার বাজেট পেশ করার একমাত্র রেকর্ডও ছিল তার। বৃহস্পতিবার নিজেই সেই রেকর্ড ভেঙে নতুন করে গড়লেন প্রবীণ এই রাজনীতিক।
এদিকে, সর্বোচ্চ সংখ্যক বাজেট পেশের দিক থেকেও বিএনপির প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ছুঁয়ে ফেলছেন মুহিত। তারা দু’জনেই ১২টি করে বাজেট দিলেন।