বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভোটের বছরে ৪ লাখ ৬৫ হাজার কোটি টাকার বাজেট বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেছেন মুহিত। এই অঙ্ক বিদায়ী ২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটের ২৫ এবং মূল বাজেটের ১৬ শতাংশ বেশি।
বাজেটে তিনি শুল্ক, ভ্যাট ও মূসক বাড়ানো-কমানোর প্রস্তাব করায় ওই পণ্যগুলোর দাম আগামী অর্থবছরে বাড়তে কিংবা কমতে পারে।
দাম কমছে
>> ১৮০০ সিসি পর্যন্ত হাইব্রিড গাড়ি আমদানির সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব
>> স্কুলবাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব
>> দুই কেবিন পিকআপের শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব
>> গুঁড়োদুধ প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ১০ শতাংশ কমানোর প্রস্তাব
>> ১০০ টাকা পর্যন্ত পাউরুটি, বনরুটি, হাতে তৈরি বিস্কুট এবং ১৫০ টাকা পর্যন্ত কেকে ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পল ও পাদুকার উপর (১৫০ টাকা খোদাই করে লিখিত থাকার শর্তে) ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব
>> স্থানীয়ভাবে তৈরি মোটর সাইকেল উৎপাদনকারীদের ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> দেশে তৈরি হয় না, এমন ধরনের কিছু সফটওয়্যার আমদানিতে শুল্ক ৫ শতাংশ কমানোর প্রস্তাব
>> দেশীয়ভাবে মোবাইল উৎপাদনের জন্য যন্ত্রাংশ আমদানিতে ভ্যাট অব্যাহতির প্রস্তাব
>> টায়ার টিউব উপাদন শিল্পের কাঁচামাল আমদানির শুল্ক ৫ শতাংশ কমানোর প্রস্তাব
>> বৈদ্যুতিক সরঞ্জামের মধ্যে কার্বন রডের শুল্ক কমানোর প্রস্তাব
>> ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব
>> ক্যান্সার প্রতিরোধক ওষুধ প্রস্তুতের উপকরণের উপর রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাব
>> মুদ্রণশিল্পের কাঁচামালে ১০ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব
>> বল পয়েন্টের কালি আমদানির ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব
দাম বাড়ছে:
>> এনার্জি ড্রিংকের উপর সম্পূরক শুল্ক ২৫ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব
>> সিগারেটের তিনটি স্তরে মূল্যহার বাড়ানোর প্রস্তাব, দুটি স্তরে সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাব; সিগারেট ও বিড়ির কাগজের উপর সম্পূরক শুল্ক ২০ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব; হাতে তৈরি বিড়ির খুচরা মূল্যহার বাড়ানোর প্রস্তাব
>> সব ধরনের প্রসাধন সামগ্রীর উপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব
>> মধু, কোকোনাট, কাজু বাদাম, কাটবাদাম, আখরোটের উপর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব
>> কফি, গ্রিন টিয়ের উপর শূন্য থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্কের প্রস্তাব
>> ফিনিশড চকলেট, সুপার কনফেকশনারির সম্পূরক শুল্ক ২০ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব
>> আতর ও আগরবাতি ছাড়া সব ধরনের সুগন্ধিতে সম্পূরক শুল্ক ১০ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব
>> সিরামিক, বাথটাব ও জ্যাকোজি, শাওয়ার ট্রের উপর সম্পূরক শুল্ক ২০ থেকে ৩০ শতাংশ করার প্রস্তাব
>> পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সব ধরনের পলিথিন ও প্লাস্টিক ব্যাগের উপর ৫ শতাংশ সম্পূরক শুল্কের প্রস্তাব
>> মোবাইল ফোন আমদানিতে দুই শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব
>> ইউপিএস, আইপিএস, মোবাইল ও অন্যান্য ব্যাটারি চার্জারের শুল্ক বাড়ানোর প্রস্তাব
>> হেলিকপ্টার সেবায় ২০ শতাংশ শুল্ক হারের প্রস্তাব