বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ তথ্যমন্ত্রী এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু প্রমিলা এশিয়া কাপ ক্রিকেটে জয়লাভ করায় বাংলাদেশ প্রমিলা ক্রিকেটদলকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘এ জয়ের মাধ্যমে প্রমিলা ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেটদল অনন্য নজির সৃষ্টি করেছে।’
বাংলাদেশ ক্রিকেট দলের এ বিজয় ভবিষ্যতে আরো বড় সাফল্য বয়ে আনতে অনুপ্রেরণা যোগাবে বলে তিনি অভিনন্দন বার্তায় উল্লেখ করেন।
জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপিও বাংলাদেশ প্রমিলা ক্রিকেটদলকে অনুরুপ অভিনন্দন জানিয়েছেন।
রোববার বাংলাদেশ জাতীয় প্রমিলা ক্রিকেটদল কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল মাঠে প্রমিলা ক্রিকেটের পরাশক্তি ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয়।