রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে প্রকল্প স্টার্ট-আপ কর্মশালা শিরোনামে বিষমুক্ত সবজি সংরক্ষনাগারের মাধ্যমে উদ্যোক্তাদের আয়ংবৃদ্ধিকরণ শীর্ষক টেকনোলজি এন্ড প্রোডাক্ট এডাপটেশন প্রকল্পের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জুন) দুপুরে সুতিপাড়া ফারমার্স ট্রেনিং (এফটিসি) সেন্টারের সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন, সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েভস্ (এসডিআই) নির্বাহী পরিচালক সামছুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষন সহ-কর্মকর্তা মিজানুর রহমান, সহ-পরিচালক(কার্যক্রম) এসডিআই কামরুজ্জামান ।
প্রকল্পটি পল্লী কর্ম ফাউন্ডেশন (পিকেএসএফ ) এর সহযোগিতায় বাস্তবায়ন করবে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েভস্ (এসডিআই) ।