গাজীউর রহমান সাজু’র উদ্যোগে শতাধিক অসহায় পেলেন খাদ্যসামগ্রী

মো. মামুন চৌধুরী, হবিগঞ্জ: পবিত্র মাহে রমজান শেষ হতে চলেছে। কয়েকদিন পরেই আসছে খুশির ঈদ। এ ঈদে চাই বিশেষ খাবার ও নতুন জামা কাপড়। কিন্তু অসহায় লোকজনের পক্ষে এসব সংগ্রহ করা কঠিন।

বিষয়টি চিন্তায় নিয়ে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সমাজসেবক গাজীউর রহমান সাজু নিজস্ব অর্থ ব্যয় করে অসহায় লোকজনের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেন।

তিনি চিনি, ময়দা ও সেমাইসহ খাদ্যসামগ্রী সংগ্রহ করে প্যাকেট করেন। এরপূর্বে সমাজের বঞ্চিত শতাধিক লোকের হাতে টোকেন তুলে দিয়ে ১১ জুন সোমবার দুপুরে তার বাড়িতে আসার জন্য দাওয়াত দেন। নির্ধারিত সময়ে সবাই উপস্থিত হন।

সমাজসেবক গাজীউর রহমান সাজু’র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শতাধিক অসহায় লোকের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করে দেন মুরুব্বী এসএম আক্তার আলী, মুরুব্বী আব্দুল বারিক, মুরুব্বী হামিদুল হক বুলবুল, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, শ্রমিকদল নেতা শেখ মোঃ ফজর আলী, সাংবাদিক মো. মামুন চৌধুরী, সমাজসেবক শাহ মোঃ হারুন মিয়া, আজিজুর রহমান মেজু প্রমুখরা।

Print Friendly, PDF & Email

Related Posts