১৫ এতিম শিশুকে নতুন পাঞ্জাবি দিলেন ইউএনও জসীম উদ্দিন

দোকান মালিক দিলেন লুঙ্গি উপহার

মোঃ মামুন চৌধুরী, হবিগঞ্জ: জেলার বাহুবল উপজেলার মিরপুরের হরিপাশা সুন্নীয়া মাদ্রাসা ও এতিমখানার ১৫ জন এতিম শিশুর ঈদ আনন্দ বাড়াতে চান উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। তাই তিনি নিজে মাদ্রাসায় এসে তাদেরকে সাথে করে মিরপুরের একটি কাপড়ের দোকানে নিয়ে যান।

তাদের পছন্দমত ১৫টি পাঞ্জাবি ক্রয় করে দেন। তার সাথে দোকান মালিকও এ শিশুদেরকে একটি করে লুঙ্গি উপহার দিলেন। ঈদে নতুন জামা পেয়ে আনন্দে তাদের মনটা ভরে গেছে। আর এদৃশ্য অবলোকন করে মনে বিরাট তৃপ্তি পেয়েছেন বাহবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন।

এ ব্যাপারে আলাপকালে তিনি বলেন, টাকা থাকে না। স্মৃতি অমর হয়ে থাকে। আমরা নতুন জামা পড়ে ঈদ পালন করব। তারা বঞ্চিত হবে কেন? তাই ব্যক্তিগতভাবে তাদেরকে এ নতুন পাঞ্জাবি ক্রয় করে দিলাম। তাদের ঈদ আনন্দ দেখে অন্তহীন সুখ পেলাম।

তিনি বলেন, আরো ভাল লাগল আমারটা দেখে দোকানদার উদ্বুদ্ধ হয়ে এতিম বাচ্চাদের প্রত্যেকেই একটি করে লুঙ্গি উপহার দিলেন। সামর্থ্য অনুযায়ী এতিম অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts