বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ বলিউডে দু’দশকেরও বেশি সময় ধরে বলিউডের সেরা রোম্যান্টিক জুটি হলো শাহরুখ-কাজল জুটি। বলিউডের বাদশা যদি শাহরুখ হন, তবে কাজলও রোম্যান্সের ক্যুইন।
কিন্তু আর এক জন কাজলও বেশ জনপ্রিয়। তিনিও নায়িকা, তবে দক্ষিণী ছবির। তার নাম কাজল অগ্রবাল। মূলত তামিল এবং তেলুগু ছবিতেই তার অবাধ বিচরণ। তবে সিংঘম এবং স্পেশাল ২৬-এর মতো হিট বলিউড ফিল্মেও অভিনয় করেছেন তিনি।
দেখুন তো চিনতে পারেন কিনা এই দ্বিতীয় কাজলকে!