ওয়েস্ট ইন্ডিজ সফরে স্ট্যান্ডবাই মুস্তাফিজ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন ডান-হাতি পেসার আবু জায়েদ রাহি।

অধিনায়ক হিসেবে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়াও টেস্ট দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। তবে স্ট্যান্ডবাই তালিকায় আছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট দিয়ে ক্যারিবীয় সফর শুরু করবে টাইগাররা। ৪ জুলাই অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোমিনুল হক, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ রাহি, নাজমুল হোসেন শান্ত ও শফিউল ইসলাম।

স্ট্যান্ডবাই : ইয়াসিন আরাফাত, আবু হায়দার রনি, নাইম হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত ও মুস্তাফিজুর রহমান।

Print Friendly, PDF & Email

Related Posts