২০ বছর পর স্টেজ কাঁপালেন রেখা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ১৯৮১ সাল৷ ‘উমরাও জান’ ছবির ‘ইন আখো কি মস্তি’ গানে রেখার অদায়ে, নজাকতে ঘায়েল হয়েছিল বলিউড থেকে সমস্ত সিনেপ্রেমী৷ আমিরার সেই টানা টানা দুই গভীর চোখে মন হারিয়েছিল অসংখ্য ভক্তরা৷ একই রকমভাবে মন মাতাতে ২০ বছর পর আইফার স্টেজ কাঁপালেন রেখা৷ কিংবদন্তী অভিনেত্রীর বয়স না হয় আর নাই বা বললাম৷

আইফার গোটা লাইলাইট ছিনিয়ে নিল রেখার কয়েক মিনিটের পারফরমেন্স৷ স্টেজে অভিনেত্রীর পারফরমেন্স চলাকালীন দর্শকদের চিৎকার বারে বারে ভেসে আসছে কানে৷ সামান্য ভিডিওতে দেখেই মনে হচ্ছে, ‘একটা মানুষ সারাজীবন এত সুন্দর, এত গ্রেসফুল কীকরে থাকে?’ তাহলে দর্শক আসনে বসা সেলেব্রিটি থেকে শুরু করে আম জনতার কী অবস্থা হয়েছিল নিশ্চই বুঝতে পারছেন৷

‘সালামে ইশ্ক মেরি জান’ এ রেখার ঠুমকায় মেতে উঠেছিল পুরো ব্যাংকক৷ একমাত্র তাঁরই পরিবেশনার সময় দর্শকদের উৎসাহ তুঙ্গে ছিল৷ পিচ গোল্ডেন রঙের আনারকলিতে রেখাকে যেন সেই একইরকম অপরূপা লাগছিল৷ ‘মুকাদ্দর কা সিকন্দর’ ছবির গানটির মুহূর্তগুলি যেন ফের চোখের সামনে ভেসে উঠল দর্শকদের৷

এছাডা়ও ‘মুঘল-এ-আজম’ ছবির সেই আইকনিক ট্র্যাক ‘যব প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ তেও অভিনেত্রী নিজের জাদুতে মুগ্ধ করলেন গোটা টিনসেলকে৷ সিনেপ্রেমী, রেখার ফ্যান এবং বলিপাড়ার কাছে ১৯ তম আইফা অ্যাওয়ার্ডসের সেরা মুহূর্ত একমাত্র রেখাজীর পারফরমেন্স৷

https://www.facebook.com/kolkata24x7/videos/1951574078237308/

Print Friendly, PDF & Email

Related Posts