আমার বিশ্বাস, আর্জেন্টিনা পারবে: ম্যারাডোনা

 গ্রুপপর্বের মাত্র একটি ম্যাচ বাকি। অথচ আর্জেন্টিনাকে গ্রুপের তলানিতে দেখাটা খুবই হতাশাজনক। আমাদের অবশ্যই জিততে হবে বলেই শুধু কাজটা কঠিন নয়। সঙ্গে ক্রোয়েশিয়া-আইসল্যান্ড ম্যাচের ফলের দিকেও তাকিয়ে থাকতে হবে। তবে বিশ্বাসী মানুষ বলে আমি লা আলবিসেলেস্তেদের ওপর থেকে আস্থা হারাচ্ছি না।

আমার ১৯৮২ ও ১৯৯০ বিশ্বকাপের কথা মনে পড়ে যাচ্ছে। দুবারই চ্যাম্পিয়ন হিসেবে খেলতে এসে হার দিয়ে আমাদের বিশ্বকাপ শুরু হয়েছিল। প্রথমবার গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ জিতেছিলাম। কিন্তু সেবার দ্বিতীয় পর্ব থেকেই ফিরতে হয়েছিল। আর দ্বিতীয়বার আমি অধিনায়ক থাকার সময় তো আমরা ফাইনালে পৌঁছেছিলাম। শেষ পর্যন্ত আমরা কোথায় শেষ করেছিলাম সেই আলোচনায় যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি দুবারই আমরা বাজে অবস্থায় পড়েছিলাম। কিন্তু আমরা লড়াই করে গ্রুপ পর্ব পেরিয়েছি। এটাই আমাকে বিশ্বাস জোগাচ্ছে যে এবারও সম্ভব।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় প্রয়োজন। তাদের আগের ম্যাচগুলো থেকে পুরোপুরি ঘুরে দাঁড়াতে হবে। খেলোয়াড়দের মনে রাখতে হবে, বিশ্বের কাছে নিজেদের প্রমাণের এটাই শেষ সুযোগ। আমার বিশ্বাস, তারা সেটা পারবে।

প্রথমআলো

Print Friendly, PDF & Email

Related Posts