শিশু ধর্ষণের পর হত্যা, আটক এক

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের ১ম শ্রেণীর ছাত্রী পূর্নিমা (৭) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এক জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ ।

আটককৃত হল উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের রমজান আলী গেদুর ছেলে সোহান (২০)।

উল্লেখ্য,মঙ্গলবার(২৬ জুন)সকালে রৌহা গ্রামে মুন্নাফের বাড়ির পেছনের বাঁশ ঝার থেকে পূর্ণিমার লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। নিহত পূর্নিমা সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের সামসুল ইসলামের মেয়ে।রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখা পড়া করত।

এ ব্যাপারে ধামরাই থানার মামলা তদন্তকারী কর্মকর্তা (এসআই) বাবলু শরীফ বলেন, শিশু পূর্ণিমাকে ধর্ষণের পর হত্যার সঙ্গে জরিত থাকার অভিযোগে গতকাল রাতে ওই এলাকা থেকে সোহান নামে এক জনকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরক করেন।

Print Friendly, PDF & Email

Related Posts