রাসেল হোসেন, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলা মোটরচালক লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলীর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। এতে ওই নেতা ও তার স্ত্রীসহ ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ জুন) সকালে কাওয়ালীপাড়া বাজারে ঘটনাটি ঘটে। এঘটনায় কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি পরিবার।
জানা গেছে, উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম গ্রামের ইয়ার হোসেনের ছেলে উপজেলা মোটরচালক লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী আজ সকালে কাওয়ালীপাড়া বাজারে যায়। এসময় সন্ত্রাসী ওমর আলী (৩৫),মিজান (৩২),আব্দুল আজিজ (৩০) সহ ১০-১২ জন সন্ত্রাসী ওই নেতার উপর হামলা চালায়। এখবর শুনার পর এরশাদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপর হামলা চালায় তারা। এতে মোটরচালকলীগ নেতা এরশাদ আলী (৩৮) তার স্ত্রী আশা আক্তার (২৫), মেয়ে সামিরা (৭), শায়কা (৬), মা হাজিরা বেগম গুরুতর আহত হয়। আহতদের প্রথমে সাটুরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হইলে তাদের অবস্থা আশংকাজনক দেখে কর্তব্য ডাক্তার তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
এবিষয়ে উপজেলা মোটরচালক লীগের সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী জানান,তার উপরে পূর্বপরিকল্পিত ভাবে হামলা করেছে সন্ত্রাসীরা। তাছাড়া তার স্ত্রীর অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের তদন্ত (ওসি) সোহেল রানা বলেন,আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।