অল্প সল্প গল্প’তে নাচলেন চিত্রনায়ক ফাহিম ও সাদিয়া

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ” অল্প সল্প গল্প’তে এক সাথে জুটি বেঁধে নাচলেন এই প্রজন্মের চিত্র নায়ক ফাহিম চৌধুরী ও চিত্র নায়িকা সাদিয়া মির্জা । ইলন সফির হোসেইনের প্রযোজনায় এই ম্যাগাজিন অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিকল্পনা করেছেন কবির চৌধুরী ।

আগামী ১৮ তারিখ রাত ১১ টায় বিটিভিতে অনুষ্ঠানটি প্রচারের সম্ভাবনা রয়েছে বলে বিটিভি সুত্রে জানা গেছে।

উল্লেখ্য ২০১৩তে পরিচালক দেওয়ান নাজমুলের ভারত বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবি ” সীমারেখা ” চলচিত্রের মাধ্যমে একক নায়ক হিসাবে অভিষেক হয় অভিনেতা ফাহিমের। অপর দিকে , “গোয়ালিনী বিনোদন বিচিত্রা ” ২০১০ সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সাদিয়ার চলচিত্রে অভিষেক ঘটে পরিচালক রকিবুল ইসলাম রাকিবের “অবাধ্য সন্তান ” ছবির মাধমে । এই ছবিতে সাদিয়া চিত্র নায়ক আমিন খানের সাথে জুটি বেধে বড় পর্দায় তার পথ চলা শুরু করেন। ছবিটি ২০০৮ সালে মুক্তি পায় ।

Print Friendly, PDF & Email

Related Posts