লেবুখালী-বাউফল মহাসড়কস্থ বায়তুল আমান জামে মসজিদ রক্ষার দাবী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে লেবুখালী-বাউফল মহাসড়কস্থ বায়তুল আমান জামে মসজিদ ভাঙ্গা নিয়ে উপজেলার শ্রীরামপুর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুমকির শ্রীরামপুর মৌজার ২৩০ নকশার খতিয়ানের ২১৩৯ নকশার দাগের চৌহদ্দিভুক্ত ২ শতাংশ জমি নিয়ে দীর্ঘ দিন মামলা চলে। যার নকশার-২২৮ /১৫। পরে পটুয়াখালী সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস উল্লেখিত সম্পত্তি থেকে “সদ্য নির্মিত স্থাপনাসমূহ” অপসারণ করতে আদালতের নাজিরকে আদেশ দেন। একই সাথে পুলিশি সহায়তার জন্য ১ জন এসআই ও ৩ জন কনস্টেবল নিযুক্ত করতে পটুয়াখালী পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

আদালতের আদেশ বাস্তবায়ন করতে গিয়ে ১৭ বছরের পুরনো একটি মসজিদ ভাঙ্গার চেষ্টা চালায় আদালতের নাজিরসহ পুলিশ প্রশাসন। এসময় মুসল্লী ও স্থানীয়দের তোপের মুখে পিছু হটেন তারা। এ ঘটনায় ওসি দিবাকর চন্দ্র দাশের নেতৃত্বে প্রায় ১৫ সদস্যের একটি পুলিশী টিম উপস্থিত ছিল। অপরদিকে এঘটনার প্রতিবাদ জানাতে তাৎক্ষনিকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেন মুসল্লীরা। মানববন্ধনে বক্তারা মসজিদ রক্ষায় সরকারসহ এলাকাবাসীর সার্বিক সহযোগীতা কামনা করেন।

এঘটনা সম্পর্কে আদালতের নাজির সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশে আমরা স্থাপনা অপসারন করতে এসেছি। তবে ১৭ বছরের পুরনো মসজিদটি “সদ্য নির্মিত স্থাপনা” কিনা এমন প্রশ্নের কোন উত্তর দেননি তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts