জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে রিয়ান নামে ১০ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরোও তিনজন।
শুক্রবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার মিয়ারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়ান চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামের জিহাদের ছেলে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, সন্ধ্যার দিকে একটি অটোরিকশা মিয়ারহাট এলাকায় হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পরে যায়। এতে মায়ের কোলে থাকা ১০ মাসের শিশু রিয়ান পুকুরে ডুবে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।