সালমান রুশদির প্রাক্তন স্ত্রীর ফটোশ্যুট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ হলিউডের নামী মডেল-অভিনেত্রী পদ্মা লক্ষ্মী করালেন নয়া ফটোশ্যুট। বিকিনি পরে ফটোশ্যুট এর আগেও বহুবার করিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি অত্যন্ত তারিফ পেয়েছে।

বিখ্যাত লেখক সালমান রুশদির প্রাক্তন স্ত্রী পদ্মা লক্ষ্মী ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেকে নারীবাদী বলে ব্যাখ্যা করেন। ৪৭ বছরের পদ্মা পেশায় মডেল, অভিনেত্রী, টেলিভিশন সঞ্চালক। বইও লিখেছেন তিনি।

d-1

 

বলিউডি ছবি বুম-এও দেখা গিয়েছে তাঁকে। ২০০৪-এ রুশদিকে বিয়ে করেন পদ্মা। তবে ৩ বছর পর তাঁদের ডিভোর্স হয়ে যায়। তামিলনাড়ুর মেয়ে হলেও তাঁর লেখাপড়া, বেড়ে ওঠা- সব আমেরিকায়। তিনি এখন মার্কিন নাগরিক।

Print Friendly, PDF & Email

Related Posts