ইসমাইল হোসেন স্বপন. ইতালি : ইউরোপে সামার এলেই প্রবাসীরা চায় কর্মব্যস্ত জীবনের ফাঁকে প্রশান্তির নি:শ্বাস নিতে। আর তাই প্রতিবারের মত এবারও বৃহত্তর ঢাকা সমিতি ইতিহাস সমৃদ্ধ ইতালীর বিভিন্ন বিখ্যাত অঞ্চল দেখাতে বিশেষ আনন্দ ভ্রমনের আয়োজন করেছে। রাজধানী রোম থেকে ২৫০ কিলোমিটার দূরে পেরুজা শহরের নৈসর্গিক স্থান ত্রাসিমেনোর কৃতিম হ্রদ, যা ইতিহাস জানার পাশাপাশি প্রবাসীদের দিয়েছে সবুজ প্রকৃতির ছোঁয়ায় প্রশান্তির পরশ।
কমিউনিটির অন্যতম শীর্ষ নেতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো সেলিমের দিক নির্দেশনায় এবং বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি কাজী মনসুর আহমেদ শিপু ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু সহ সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের আয়োজনে প্রধান অতিথি ছিলেন রোম দূতাবাসের প্রথম সচিব ইরফানুল হক।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব জি এম কিবরিয়া, আব্দুর রশিদ, হাসান ইকবাল, আবু সাঈদ খান, আবদুর রব ফকির, আতিয়া রসুল কিটন, আবুল কালাম সায়মন প্রমূখ।
এছাড়াও বৃহত্তর ঢাকা সমিতির উপদেষ্টা জালাল আহমেদ, সহ সভাপতি জুবায়ের আহমেদ রিপন, উম্মেহানি চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আরিফ খান, প্রচার সম্পাদক মহিব হাসান ও সহ প্রচার সম্পাদক মকবুল হোসেন সহ আরো অনেক কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশী আয়োজন উপভোগ করে।
শেষে লাকি ড্র অনুষ্ঠিত হয়। এই ড্রতে দুটি বিমান টিকেটসহ বেশ কিছু পুরস্কার দেয়া হয়।