ঢাকা বারের নির্বাচনে শাহ আলম খান প্রধান নির্বাচন কমিশনার

বিডি মেট্রোনিউজ ঢাকা আইনজীবী সমিতির ২০১৬-২০১৭ ‘র নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার মনোনীত হয়েছেন সিনিয়র আইনজীবী শাহ্ আলম খান।

২৫ জানুয়ারি ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক স্বাক্ষরিক এক পত্রে তাকে মনোনয়নের বিষয়টি জানােনা হয়। এডভোকেট শাহ আলম খান রাজধানীর গেন্ডারিয়া এলাকার বাসিন্দা। তিনি ৩৫ বছরের অধিক সময় আইন পেশায় নিয়োজিত। ঢাকার আইন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান মিরপুর ল কলেজের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা।

২৩ জানুয়ারি ১৯৪৬ সালে বি. বাড়ীয় জেলা সদরে প্রখ্যাত এই আইনজীবীর জন্ম। স্ত্রী জিনাত আরা খান পেশায় চিকিৎসক। তিনি দুই কন্যার জনক। বড় মেয়ে শাহনাজ খান শম্পা প্রকৌশলী এবং ছোট মেয়ে শারমিন খান সুধা প্রভাষক।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে ঢাকা বারের সকল সদস্যদের কাছে সহযোগিতা চেয়েছেন প্রবীন এই আইনজীবী।

Print Friendly, PDF & Email

Related Posts