সাতানী আমির উদ্দিন স্মৃতি বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মিজান

এম.নাঈম হোসেন, দুমকি: পটুয়াখালীর দুমকিতে সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান।

সোমবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত ১০জন সদস্যের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় মো. মিজানুর রহমান মিজানকে সভাপতি নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য মো: আলী আকবর শিকদার, শিক্ষক প্রতিনিধি মো: সহিদুল আলম ও আবদুল মালেক বিশ্বাস , সংরক্ষিত মহিলা শিক্ষক পদে কাজল রেখা , অভিভাবক সদস্য মো: জাহাঙ্গীর আলম, মো: সহিদুল ইসলাম, মো: সফিকুল ইসলাম ও মো: সেলিম হাওলাদার এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোসা: বিউটি বেগম ।

এদিকে নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন এলাকাবাসী।

Print Friendly, PDF & Email

Related Posts