বলিউডে পাকসুন্দরী মাওরার অভিষেক

বিডি মেট্রোনিউজ ডেস্ক ভারতীয় নির্মাতাদের আগ্রহের কারণেই চলতি বছর বলিউডে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানি দুই অভিনেত্রীর। এরমধ্যে মাওরা হোকেন অভিনীত ‘সনম তেরি কসম’ মুক্তি পাচ্ছে শুক্রবার। আর শাহরুখ খানের বিপরীতে মাহিরার ‘বিগ টিকেট’ আসছে চলতি বছরের শেষের দিকে।
ছবিতে মাওরা হোকেনের বিপরীতে বলিউড অভিষেক হচ্ছে তেলুগু তারকা হর্ষবর্ধন রানের। রাধিকা রাও এবং বিনয় সাপরুর পরিচালনায় মুক্তির দ্বরাপ্রান্তে থাকা ‘সনম তেরি কসম’ ছবিতে রয়েছেন অভিনেতা বিজয় রাজ ও  সুদেশ বেরি। দীপক মুকুটের প্রযোজনায় বলিউডের এ ছবি দিয়ে দীর্ঘদিন পর আবারও শ্রোতাদের সামনে আসছেন হিমেশ রেশমিয়া।
মাত্র ১৭ বছর বয়সে ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করা মাওরা হোকেন মডেলিংয়ের পাশাপাশি স্বদেশে অভিনয়ও করেছেন। তার দাবি এর আগেও বলিউডের ছবিতে কাজ করা প্রস্তাব পেয়েছিলেন। তবে ভারতের মাটিতে একেবারে উত্তম না হোক অন্তত ভাল কিছু করার মধ্য দিয়ে শুরু করতে চাইছিলেন।
‘সনম তেরি কসম’ ছবির চিত্রনাট্য শুনে তার মনে ধরায় রাজি হয়ে যান বলে জানিয়েছেন মাওরা। ছবিতে সামাজিক রীতি-নীতির মধ্যে আটকা পড়া একটি মেয়ের প্রেমের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। বলিউডে অভিষেক
হলেও ভারত-পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তুলনা করতে চান না তিনি। এ বিষয়ে মাওরা হোকেনের বক্তব্য- আমি কোনো ইন্ডাস্ট্রিকে অন্যটির সঙ্গে কিংবা নিজেকে অন্যের সঙ্গে তুলনায় বিশ্বাসী নই। আমি শুধু কাজ করতেই ভালবাসি।
রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের সম্পর্ক যখন টালমাটাল তখন বলিউডে দুই পাকিস্তানি নায়িকার অভিষেকের পেছনে নির্মাতাদের যুক্তি; শিল্প-সংস্কৃতি রাজনীতির বাইরে, তাই রাজনৈতিক কারণে চিরবৈরি দেশ দুটির সম্পর্ক যত খারাপই হোক না কেন তাতে দুই দেশের চলচ্চিত্র জগতকে ভোক্তভোগী বানাতে রাজি নন তারা।
‘সনম তেরি কসম’ ছবি দিয়ে সর্বকনিষ্ঠ পাকিস্তানি হিসেবে বলিউড অভিষেক হচ্ছে মাওরা হোকেনের। ২২ বছর বয়সী এই পাকসুন্দরীর সঙ্গে রোমান্টিক-অ্যাকশনধর্মী ছবি ‘সনম তেরি কসম’ ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত কমল হাসান-রীনা রায় অভিনীত ‘সনম তেরি কসম’ এর রিমেক কি-না তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে।

সূত্র: দ্য ট্রিবিউন

Print Friendly, PDF & Email

Related Posts