১০ লাখ দর্শক দেখলেন পরীমণির যে ভিডিও

বিডি মেট্রোনিউজ মাত্র শুরু । প্রথম বছরেই তার ছ’টি ছবি মুক্তি পেয়েছে। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি। তাকে ঘিরে ভারতেও সিনেপ্রেমীদের মধ্যে উত্সাহ তুঙ্গে। তার ছবি হলে গিয়ে দেখার সুযোগ না পেলেও চিন্তা নেই।

কারণ ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটির গান ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। মাত্র দুই সপ্তাহে ১০ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন পরীমণি অভিনীত ‘পাগলা দিওয়ানা’র গান।

এই ছবিতে পরীমণির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শাহরিয়াজ। তাদের জুটি ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। গত বছরটা সত্যিই ভাল গিয়েছে নায়িকার। ‘পাগলা দিওয়ানা’ ছাড়াও পরীমণি অভিনীত ‘ভালবাসা সীমাহীন’, আরও ভালবাসবো তোমায়’, ‘লাভার নাম্বার ওয়ান’, ‘নগর মাস্তান’ এবং ‘মহুয়া সুন্দরী’ মুক্তি পেয়েছে ২০১৫তে। নীচের ভিডিওতে আপনিও দেখুন ‘পাগলা দিওয়ানা’র গান।

Print Friendly, PDF & Email

Related Posts