বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥আত্মঘাতী ৮৫ জন কৃষকের পরিবারের হাতে ১২.৭৫ লক্ষ টাকা তুলে দিল অভিনেতা নানা পাটেকরের এনজিও। গত বছর ফসল ভালো না হওয়ায় ঋণের দায় মেটাতে না পেরে আত্মঘাতী হন বহু কৃষক। সেই প্রত্যেক কৃষকের পরিবারের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দিয়েছে তাঁর সংস্থা ‘নাম ফাউন্ডেশন’(এনএএএম)।
ওই সমস্ত পরিবারের শিশুদের পড়াশোনার খরচও দেবে ওই সংস্থা। পাটেকর জানিয়েছেন, মেডিকেল কার্ড-এর সুবিধা চালু করেছে তার সংস্থা। যাঁরা সেই কার্ড করবেন, তাঁরা বিনামূল্যে চিকিতসার সুযোগ পাবেন। এব্যাপারে সহযোগিতার জন্য বিভিন্ন হাসপাতালকেও আর্জি জানিয়েছেন তিনি।
নাসিকে আত্মঘাতী এক কৃষকের স্ত্রী সুজাতা বাচ্চাভ জানিয়েছেন, পাটেকর তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছিলেন। তাঁর স্বামীর মৃত্যুর পর থেকেই শ্বশুর, শাশুড়ি এবং পরিবারের সম্পূর্ণ ভার এসে পড়েছে তাঁর ওপর।
পাটেকর জানিয়েছেন, ভবিষ্যতে তাঁদের সংস্থার পরিকল্পনা নদীর গভীরতা বাড়ানো। খনন করা। মহারাষ্ট্রে ৩৫০ কিমি গভীর পর্যন্ত নদীর মাটি তোলার কাজ করা হবে। এতে কৃষকদের সমস্যার কিছুটা সমাধান হবে বলে তাঁর মত।