বিডি মেট্রোনিউজ ॥ রাজধানীর মালিবাগে ডিপার্র্টমেন্টাল চেইন শপ স্বপ্ন’তে এক নারী ক্রেতাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে।ওই মহিলা ক্রেতাকে চোর সন্দেহে লাঞ্ছিত ও যৌন হয়রানির মামলার এক আসামিকে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম আলী নূর। রবিবার রাতেই মামলা দায়েরের পর পুলিশ ওই মলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।