এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করছে রবি’র মাই স্পোর্টস

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এশিয়া কাপের সবগুলো ম্যাচের লাইভ স্ট্রিমিং সেবা প্রদান করছে দেশের বৃহত্তম স্পোর্টস এন্টারটেইনমেন্ট কন্টেন্ট প্লাটফর্ম মাই স্পোর্টস। আকর্ষণীয় এই সেবার মাধ্যমে ডিজিটাল সেবার ক্ষেত্রে নিজেদের অগ্রণী অবস্থান আবারো প্রমাণ করল রবি।

মাই স্পোর্টস হলো এসএমএস, ওয়াপ, আইভিআর এবং অ্যাপ-নির্ভর (অ্যান্ড্রয়েড, আইওএস) স্পোর্টস সেবা। এর মধ্যে থেকে যে কোন একটি চ্যানেলের মাধ্যমে ব্যবহারকারীরা সেবাটি গ্রহণ করতে পারবেন এবং যে কোন একটি ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে। কোন কন্টেন্টের জন্য অতিরিক্ত চার্জ লাগবেনা। তবে ডেটা চার্জ প্রযোজ্য হবে।

মোবাইল অ্যাপ্লিকেশনের (http://bit.ly/MySportsApp) মাধ্যমে, স্টার্ট এসপি (START SP) বা এসপিডব্লিউ (SPW) লিখে ২২২২২ নাম্বারে পাঠিয়ে, http://mysports.com.bd/ পোর্টালের মাধ্যমে অথবা ২২২২২ নাম্বারে ডায়াল করে সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। যে কোন একটি চ্যানেল থেকে সেবাটি নেয়ার পর গ্রাহকরা মোবাইল অ্যাপ, এসএমএস, আইভিআর ও ওয়াপ’র মাধ্যমে সেবাটি উপভোগ করার সুযোগ পাবেন।

ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ দৈনিক ২ টাকা ৪৪ পয়সা অথবা পাঁচ দিন মেয়াদে ৬ টাকা ৯ পয়সায় সেবাটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি শেষ হওয়া বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সবকটি ম্যাচের লাইভ স্ট্রিমিং নিয়ে আলোচনায় আসে মাই স্পোর্টস। এছাড়া এই প্লাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবগুলো খেলা সরাসরি দেখানো হয়েছে। ফুটবলপ্র্রেমীরা চলমান ইংলিশ প্রিমিয়ার লিগের খেলাগুলোও সরাসরি উপভোগ করছেন।

ইতোমধ্যে দেশের ৫৪৪টি থানার মধ্যে ৫৩৩টি থানায় সাত হাজার ১শ’টি ৪.৫জি সাইট নিয়ে দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। এছাড়া দেশব্যাপী ৩.৫জি সেবা প্রদানের জন্য অপারেটরটি ২১০০ মেগাহার্জ ব্যান্ডের দুটি ক্যারিয়ার (৫+৫ মেগাহার্জ) এবং ৯০০ মেগাহার্জ ব্যান্ডের একটি ক্যারিয়ার (৫ মেগাহার্জ) ব্যবহার করছে।

দেশে একমাত্র রবিই তিনটি ক্যারিয়ার ব্যবহার করে ৩.৫জি সেবা প্রদান করছে। এতে রবি’র ৩.৫জি সেবা আরো শক্তিশালী হয়েছে। ফলে গ্রাহকরা দেশের যে প্রান্তেই থাকুন না কেন তারা স্বাচ্ছন্দ্যে বিশ্ব মানের স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেবাটি উপভোগ করতে পারছেন।

Print Friendly

Related Posts