জমজমাট কর্মসূচীতে অঙ্গীকার এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আকাশ মাহমুদ অপু ’আমরা মানুষের জন্য’ আগামী সুন্দর সমাজ গড়বো শ্লোগানে সমাজ সেবায় এক ঝাঁক  নিবেদিত প্রাণ নিয়ে প্রতিষ্ঠিত সংগঠন ’অঙ্গীকার’। সামাজিক পরিবর্তনে নানামুখী কর্মকান্ড নিয়ে কাজ করা অঙ্গীকার ৪র্থ বর্ষে পা রেখেছে।

৪র্থ বর্ষে যাত্রা শুরু উপলক্ষ্যে পালন করা হয় ‘অঙ্গীকার’ এর ৩য় প্রতিষ্ঠা বাষির্কী । নানামুখী সেবামূলক কর্মকান্ডে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে অর্থ অনুদান, শিক্ষা বৃত্তি, কম্পিউটার প্রদান, শিক্ষকদের সম্মানিত করা, অন্যদিকে দারিদ্র বিমোচনে দুস্থ মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ, শীত বস্ত্র বিতরন ও চিকিৎসা সেবা প্রদান সহ  সেবামূলক নানা কর্মকান্ডে অঙ্গীকার-এর কর্মকান্ড পরিচালিত হচ্ছে। ‘অঙ্গীকার’ আজ স্থানীয় গন্ডি পেরিযে জাতীয় পর্যায়েও প্রশংসিত।

New-Image12
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান

 

৩য় প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন উপলক্ষ্যে ‘অঙ্গীকার’ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলাস্থ সৈয়দপুর ফারিয়া কমিউনিটি সেন্টারে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আযোজন করে।

স্বেচ্ছায় রক্তদান, মেধাবী শিক্ষার্থীদের অর্থ-অনুদান, বাৎসরিক শিক্ষা বৃত্তি, কম্পিউটার প্রদান, শিক্ষকদের সম্মানিত করা, দুস্থ মহিলাদের দারিদ্র বিমোচনে সেলাই মেশিন ও অর্থ অনুদানসহ নানা কর্মসূচীতে উদযাপিত হয় ৩য় প্রতিষ্ঠা বাষির্কী।

প্রতিটি প্রতিষ্ঠা বাষির্কী পালনে অঙ্গীকার -এর সদস্যরা জাতীয় ও আর্ন্তজাতিকভাবে বরেণ্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে তাদের বাণীকে অনুপ্রেরণার উৎস হিসাবে মনে প্রাণে গ্রহণ করে আসছে।

এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে ৩য় প্রতিষ্ঠা বাষির্কীর কর্মসূচীতে স্বেচ্ছায় রক্তদান -এর উদ্বোধন করেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইনামুল হক।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন এডিশনাল জজ ও রবীন্দ্র গবেষক মহসিন উল হক, বিসিআরএ ও ঢাকা মিডিয়া কাবের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী, কুসুমপুর জাগরণী সংসদ এর সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, বাংলাদেশ-অষ্ট্রেলিয়া যৌথ প্রকাশনা ‘মাসিক মুক্ত মঞ্চ’ এর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীম, বাংলাভিশন টিভি‘র প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আলম স্বপন ,স্থানীয় রাজনগর-সৈয়দপুর ইউপি চেয়ারম্যান মজিবর রহমান ও সিরাজদিখান উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেন।

angikar-1
স্বেচ্ছায় রক্তদান -এর উদ্বোধন করেন বরেণ্য নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক ড. ইনামুল হক

অঙ্গীকার প্রতিষ্ঠার উদ্দেশ্য, কর্মকান্ড ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিআরএ’র উপদেষ্টা ও ‘অঙ্গীকার’ এর সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ শান্ত।

অঙ্গীকার এর সভাপতি মুহাম্মদ মামুন হোসেন এর সভাপতিত্বে তিন পর্বে বিভক্ত দিনব্যাপী প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠানে সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন মো. হেদায়াতুল ইসলাম, মো. হান্নান শেখ ও ফরহাদ হোসেন বুলেট।

Print Friendly, PDF & Email

Related Posts