বাংলাদেশ-ভারত যৌথ আয়োজনে ভোলায় এডভোকেসি কর্মশালা

ভোলায় পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির উদ্যোগে দক্ষিণ এশিয়া এয়কভো ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার (২৪ সেপ্টেম্বর) ভারত বাংলাদেশ যৌথ আয়োজনে “এডভোকেসির জন্য প্রমাণপ্রত্র সংগ্রহ” বিষয়ক দুই দিনের কর্মশালা পানি ব্যস্থাপনা নাগরিক কমিটির সভাপতি এম এ তাহেরের সভাপতিত্বে স্টার গার্ডেনের হল রুমে অনুষ্টিত হয়।

কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ এশিয়া এ্যকভো ফাউন্ডেশনের টেকনিকাল অফিসার গুণতি নুরলা, উপদেষ্টা রাজসী মুখার্জী ও একভো দক্ষিণ এশিয়া পার্টের ম্যানেজার রুবাইয়্যা নুসরাত, র্ডপ’র ওয়াটার সেড প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর পার্থ সারথি কুন্তল।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পানি ব্যবস্থাপনা নাগরিক কমিটির সদস্য প্রফেসর রুহুল আমিন জাহাঙ্গীর, প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকত হোসেন, নুরুন্নাহার, আমেনা বেগম, হোসনে আরা চিনু, কহিনুর বেগম, হাসিনা বেগম, ইয়ানুর বেগম, নুসরাত জাহান ও ডরপ টিম ভোলা।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ এডভোকেসি করার জন্য প্রমাণপত্র সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে সরকারের জরিপ বা তথ্যের উপর বেশী জোর দেন। এডভোকেসি করতে হলে সঠিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে হবে। প্রমাণপত্র সংগ্রহের মাধ্যমে যেকোন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে দেন দরবার করতে হবে। কর্মশালায় এডভোকেসির উপর জোর দেওয়া হয়। দলের সাথে সমন্বয়ের মাধ্যমে যথাযথ প্রতিষ্ঠানের নিকট তুলে ধরতে হবে। তথ্যের সঠিকতা গুনগতমান বাস্তবতার নিরিখে চাহিদাসহ এডভোকেসি করতে হবে।

 

সূত্র : আ হ ম ফয়সল

Print Friendly

Related Posts