সংগীতশিল্পী আরেফিন রুমির দ্বিতীয় স্ত্রীকেও তালাক

বিডি মেট্রোনিউজ আরেফিন রুমি যৌতুকের দাবিতে প্রথম স্ত্রীকে নির্যাতন ও মতের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগে জেল খেটেছেন। সব কিছু সামলে দ্বিতীয় সংসার পাতলেও এবার এ সংসারেও বেজে উঠেছে ভাঙনের সুর।

দ্বিতীয় স্ত্রী কামরুন নেসাকেও নাকি তালাক দিয়েছেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। গত ৩১ জানুয়ারি, দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

সূত্রের খবরে জানা যায়, গতকাল মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর রহিম কামরুন নেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি অবগত করেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুন নেসাকে ডিভোর্স দিয়েছেন বলে জানান আরেফিন রুমি।

মঙ্গলবার রাতে নিরাপত্তাজনিত কারনে মোহাম্মদপুর থানায় জিডি করেছেন আরেফিন রুমির মা। জিডিতে কামরুন নেসাকে তালাকের বিষয়টিও অবহিত করেছেন বলে জানা গেছে।

গত ৭ মাস ধরে দ্বিতীয় স্ত্রী কামরুন নেসা ও পুত্র আয়ানসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তিনি। গতকাল বাংলাদেশে আসার জন্য রওনা হয়েছেন এ সংগীতশিল্পী।

২০১২ সালের অক্টোবরে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসার সঙ্গে পরিচয় রুমির। নিউইয়র্ক থেকে ২৪ অক্টোবর রাতে ঢাকায় আসেন কামরুন নেসা। ওই রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমির দাদার বাড়ি) দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রুমি। বিয়ের অনুষ্ঠানে রুমির প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। রুমির প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের একটি পুত্র সন্তান রয়েছে।

কামরুন নেসাকে বিয়ে করার কয়েক মাসের মাথায় কারাগারেও যেতে হয়েছিল রুমিকে। তারপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগেই অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয় রুমির।

Print Friendly, PDF & Email

Related Posts