ইউনিয়ন চেয়ারম্যানকে থানায় ডেকে নিয়ে নির্যাতন

বুধবার বিকালে উপজেলার গোহালিয়াবাড়ীর জোকারচর বাসস্ট্যান্ডে কয়েকশ মানুষ টাঙ্গাইল- বঙ্গবন্ধুসেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বঙ্গবন্ধুসেতু থানার ওসি মো. আখেরুজ্জামান ঘটনাস্থলে এসে ওই ঘটনার সুষ্ঠু প্রতিকারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।

“পরে এসআই মানিক চন্দ্র দে চেয়ারম্যানকে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দেয় এবং কয়েকজন কনস্টেবল চেয়ারম্যানকে আটকে রেখে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার চালায়। চিৎকার শুনে উনার গাড়ি চালক আব্দুল কাদের ও আমি গিয়ে তাকে নিয়ে আসি।”

থানায় তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন চেয়ারম্যান মতিউল আলম তালুকদার।

তবে কালিহাতী থানার ওসি সাইফুল ইসলাম ফরাজী বলেন, “থানার ভেতরে চেয়ারম্যানকে কোনো নির্যাতন করা হয়নি। শুধু কথা কাটাকাটি হয়েছে।”

থানায় ওই ঘটনা সম্পর্কে অবগত জানিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুষ্ঠু সমাধানের লক্ষ্যে চেয়ারম্যানকে পুলিশ সুপারের কার্যালয়ে ডাকা হয়েছিল। তিনি একথা না শুনে মানববন্ধন করেছেন বলে আমি শুনেছি।”

Print Friendly, PDF & Email

Related Posts