বিডি মেট্রোনিউজ ডেস্ক ॥ ঐশ্বর্যর সঙ্গে শুটিংয়ে গিয়ে জখম হল আরাধ্যা বচ্চন। ছোট থেকেই মেয়েকে নিয়ে শুটিংয়ে যান নায়িকা।
সম্প্রতি একটি ফটোশুটে গিয়েছিলেন তিনি। কাজ শেষ হয়ে যাওয়ার পর মেয়েকে সঙ্গে নিয়ে গাড়ির দিকে হেঁটে আসছিলেন। সে সময় সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে। আরাধ্যাকে সরিয়ে তখন ঐশ্বর্যার কাছেই পৌঁছতে চাইছিলেন সকলে। নায়িকা সাংবাদিকদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু অভিযোগ, কেউ তাঁর কথা শোনেননি।
এ সময় আরাধ্যা একাই দৌড়ে গাড়ির কাছে চলে যেতে চেয়েছিল। সে সময়ই রাস্তায় পড়ে গিয়ে জখম হয় সে। আপাতত সে সুস্থ।
কিন্তু এই ঘটনায় সাংবাদিকদের ওপর বেশ চটেছেন নায়িকা। বি-টাউনের খবর, আদরের নাতনির চোট লাগায় বিষয়টিকে ভাল ভাবে দেখছেন না অমিতাভ বচ্চনও।