শিবালয়ে মা ইলিশ রক্ষায় র‌্যাবের অভিযান

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ : মানিকগঞ্জের পদ্মা-যমুনায় মা’ ইলিশ রক্ষা অভিযান সফল করতে এবার নদীতে নেমেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান র‌্যাব। বৃহস্পতিবার সকালে র‌্যাব-৪ সিপিসি-২ এর উপসহকারী পরিচালক মেজর আব্দুল হাকিমের নেতৃত্বে ৩০ সদস্যের এক প্লাটুন ফোর্স স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকাযোগে নদীতে অভিযান চালায়। অভিযানে ১৩ চোরা শিকারী আটক ও প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জালসহ ১৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।

এ সময় মানিকগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আবু দারদা, জেলা মৎস্য কর্মকর্তা ড. মুনিরুজ্জামান, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল আলম উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক জেলেদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা, জেলখানাসহ বিভিন্ন ধাতব্য প্রতিষ্টানে বিতরণ ও জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে দেয়।

উল্লেখ্য, মা’ ইলিশ রক্ষায় চলতি অভিযানের শেষ সপ্তাতে মানিকগঞ্জের পদ্মা-যমুনায় র‌্যাবের অভিযান পরিচালিত হওয়ায় স্থানীয় চোরা শিকারীদের মাঝে ভীতির সৃষ্টি হয়।

Print Friendly

Related Posts