ঢাকায় ছিনতাইকারীর কবলে ভারত হিরো

বিডি মেট্রোনিউজ ডেস্ক বাংলাদেশে ছবির প্রচারে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়লেন নায়ক ওম।  ভারতে মুক্তি পেয়েছে ওমের নতুন ছবি। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় ছবি ‘হিরো ৪২০’। এই ছবির প্রচারে গত সপ্তাহেই ঢাকায় গিয়েছিলেন তিনি। সেখানেই এই ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

 

জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি ছবিটির অডিও প্রকাশের অনুষ্ঠানে নায়িকা নুসরত ফারিয়ার সঙ্গে অংশ নেন ওম। কারওয়ান বাজারের কাছে একটি লাইভ অনুষ্ঠানে পৌঁছানোর জন্য গাড়ি থেকে নেমে হাঁটাপথেই যাচ্ছিলেন কলাকুশলীরা। দলের বাকি লোকেরা এগিয়ে গিয়েছিলেন। ওম কিছুটা পিছিয়ে পড়েন। তখনই উল্টোদিক থেকে একজন এসে ওমকে ধাক্কা মারেন। ওই সময়ই তাঁর পকেট থেকে কেউ মানিব্যাগ তুলে নেয় বলে অভিযোগ।

 

যদিও এ নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি ওম। তবে ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, এমন ঘটনা অনভিপ্রেত।

Print Friendly, PDF & Email

Related Posts